আখলাক অর্থ চরিত্র, স্বভাব। আর হামিদাহ অর্থ প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদাহ অর্থ প্রশংসনীয় চরিত্র, সচ্চরিত্র। ইসলামি পরিভাষায়, যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (স.)-এর নিকট প্রিয় সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদাহ বলা হয়।
এককথায়, মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলিকে আখলাকে হামিদাহ বলা হয়। মানুষের সার্বিক আচার-আচরণ যখন শরিয়ত অনুসারে সুন্দর, সুষ্ঠু ও কল্যাণকর হয় তখন সে স্বভাব-চরিত্রকে বলা হয় আখলাকে হামিদাহ।
আখলাকে হামিদাহকে আখলাকে হাসানাহ বা হুসনুল খুল্কও বলা হয়। আখলাকে হাসানাহ অর্থ সুন্দর চরিত্র। মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলি আখলাকে হামিদাহ এর অন্তর্ভুক্ত। যেমন- সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা ইত্যাদি।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। আখলাকে হামিদাহ শব্দের অর্থ কী?
ক) অনুসরণীয়
খ) নিন্দনীয়
গ) প্রশংসনীয় চরিত্র
ঘ) মার্জিত
সঠিক উত্তর : গ
২। মানব চরিত্রের কোন গুণগুলো আখলাকে হামিদাহ?
ক) সততা, অলসতা, ক্ষমা
খ) মানবসেবা, প্রতারণা, ক্রোধ
গ) পরিচ্ছন্নতা, মিথ্যা, কৃপণতা
ঘ) ওয়াদা পালন, ধৈর্য্য, দয়া
সঠিক উত্তর : ঘ
৩। কোন আচরণকে আখলাকে হামিদাহ বলা হয়?
ক) শরিয়তসম্মত আচরণ
খ) গর্হিত আচরণ
গ) লোক দেখানো আচরণ
ঘ) নৈতিকতা বহির্ভূত আচরণ
সঠিক উত্তর : ক
৪। আখলাকে হামিদাহর অপর নাম কী?
ক) আখলাকে হাসানাহ
খ) আখলাকে সায়্যিআহ
গ) জিহাদ ফি সাবিলিল্লাহ
ঘ) তাযকিয়াতুন নফস
সঠিক উত্তর : ক
৫। আখলাকে হামিদাহর অন্তর্ভুক্ত কোনটি?
ক) সততা
খ) সালাত
গ) সাওম
ঘ) যাকাত
সঠিক উত্তর : ক
৬। ‘উত্তম চরিত্রের গুণাবলিকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি’— বাণীটি কার?
ক) আদম (আ)
খ) ইব্রাহিম (আ)
গ) ঈসা (আ)
ঘ) মহানবি (স)
সঠিক উত্তর : ঘ
৭। কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিস বেশি ভারি হবে?
ক) দান-সাদকা
খ) যাকাতের সম্পদ
গ) নেক আমল
ঘ) উত্তম চরিত্র
সঠিক উত্তর : ঘ
৮। ‘সুন্দর চরিত্রই পূণ্য’— বাণীটি কার?
ক) আল্লাহর
খ) মহানবি (স)-এর
গ) ইমাম বুখারি (র)-এর
ঘ) জিবরাইল (আ)-এর
সঠিক উত্তর : খ
৯। তাকওয়া সকল সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত করে। এর ফলে মুত্তাকিরা কী গুণ অর্জন করবেন?
ক) সারারাত ইবাদত-বন্দেগি করবেন
খ) নিষ্ঠাবান ও সৎকর্মশীল হয়ে উঠবেন
গ) অর্থসম্পদ লাভে উৎসাহী হবেন
ঘ) তাবলীগ জামাআতে নিজেদের উৎসর্গ করবেন
সঠিক উত্তর : খ
১০। আল্লাহর কাছে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম?ক) সম্পদশালী
খ) উত্তম চরিত্রবান
গ) উচ্চ শিক্ষিত
ঘ) উচ্চ বংশীয়
সঠিক উত্তর : খ
Post a Comment