কিন্তু যত কথাই বলি না কেন আপনার মন যদি আপনার সিদ্ধান্তে অটল থাকে আমার সব কথাগুলোই অর্থহীন হয়ে যাবে, সেটা আবেগের কিংবা বিবেকের হোক।
আপনি ভালবাসতে না চাইলে প্রেমে পরতে না চাইলে আমার কোন কথাই আপনাকে ছুঁইবেনা।
নিশ্চুপ হয়ে আপনার চিন্তায় মগ্ন থাকা,
অজস্র ভালোবাসার পরও একাকীত্ব নিয়ে আপনার ভালোবাসা পাওয়া সম্ভব না জেনেও আপনাকে নিয়েই ভাবা! এইসবের কোন কিছুই আপনাকে ছুঁইবেনা।
আপনি বেশ ভালো করেই জানেন আপনার প্রেম পরা আমার জন্য এতটা সহজ ছিল না,
প্রেমে পরার অনেক পরে,
অনেক চিন্তা ভাবনা করে আপনাকে ভালোবাসার কথাটা জানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। মনে অনেক আশা নিয়েই জানিয়েছি আপনাকে ভালোবাসার কথা।
যদিও কোনো অজ্ঞাত ভাগ্যক্রমে আপনার ভালোবাসার মানুষ আমি হতে পারবো না হয়তো।
তবে হ্যাঁ আপনাকে ভালবাসার কথাটা জানাতে পেরেছি এতটুকু তৃপ্তি নিয়েই আমি সন্তুষ্ট।
আপনার লুকিয়ে হাসি দেওয়া এবং মায়াবী চোখ গুলোকে আমার অহর্নিশ চোখ বন্ধ করে অনুভব করতে হবে, কারনে অকারনে।
ভিশন মনে হয়! প্রাণ পরাণ দিয়ে চাই,
আপনার প্রেমিক হতে না পারলেও যদি আপনার মায়াবী চোখ এবং মিষ্টি হাসিটি স্বচক্ষে দেখার স্বপ্নটা বাস্তব করতে পারতাম।
সেদিন হয়তো আমার আনন্দ আপনার হৃদয় ছুঁয়ে যেত স্বর্গীয় সুখে।
এই আমি আপনাকে যদি তুমি করে লিখতে পারতাম, তবে আমার গন্তব্য হীন প্রেম একটি গন্তব্য ফিরে পেতে! একাকীত্বের হৃদয়, মানসিকতা নতুন করে তুমি করে শব্দ চয়ন করতে পারতো।
কালিতে অজস্র সাদা কাগজে জোড়ায় ভেবে আপনাকে তুমি করে লিখতে পারতো....
তবে এই আশা আমার আশায় রয়ে গেল দিন বহুদিন পরেও আমি নিঃসঙ্গ।
বহু দূরে থাকা আপনার প্রতি আমার অজস্র একদিকের প্রেম আপনারা অদেখায় থেকে যাবে পূর্ণতা না ফেলে আজীবন।,,,,
Post a Comment