তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যেসব রশ্নি নিঃসৃত হয় তাকে তেজস্ক্রিয় রশ্মি বলে। যেমন গামা রশ্মি। এইসব রশ্মি যদি মানব দেহে প্রবেশ করে, তাহলে বিভিন্ন কোষ টিস্যু অসাভাবিক বৃদ্ধি ঘটায়। এর ফলে ক্যান্সার বা টিউমার হতে পারে। রোগ নির্ণেয় আর চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার হয়, খাদ্য দ্রব্য ও কৃষিতে এর ব্যবহার হয়। যখন স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ব্যবহার করা হয় তখন এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পরিত্রাণ পেতে এর স্বাভাবিক ব্যবহার এ যথেষ্ট।
তেজস্ক্রিয় রশ্মি মানবদেহকে বিকলাঙ্গ করে দিতে পারে।
Post a Comment