যে আকর্ষণ বলের প্রভাবে বিপরীত তড়িৎধর্মী আয়ন গুলি একত্রিত হয়ে যৌগ অণু গঠন করে তাকে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলে।
তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য (Difference between electrovalent compounds and covalent compounds)
তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ–
তড়িৎযোজী যৌগ
১) তড়িৎযোজী যৌগ সাধারণত বিপরীত তড়িৎধর্মী ধাতব ও অধাতব মৌলের মিলনে গঠিত হয়।
২) ধাতব ও অধাতব পরমাণু ইলেকট্রন বর্জন ও গ্ৰহণের মাধ্যমে আয়নে পরিণত হয়ে তড়িৎ আকর্ষণে তড়িৎযোজী যৌগ অণু গঠন করে।
৩) সাধারণ উষ্ণতায় কঠিন, কেলাসাকার পদার্থ।
৪) এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক বেশি।
৫) সাধারণত জলে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য।
৬) কঠিন ও ভঙ্গুর।
৭) গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য।
৮) এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া দ্রুতগতিতে সম্পন্ন হয়।
৯) তড়িৎযোজী বন্ধন দৃঢ় নয় এবং বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই।
১০) সমাবয়বতা ধর্ম নেই।
সমযোজী যৌগ
১) সমযোজী যৌগ সাধারণত অপরা তড়িৎধর্মী অধাতব মৌল গুলির মিলনে গঠিত হয়।
২) অধাতব পরমাণু গুলি ইলেকট্রন জোড় গঠন করে পরস্পর যুক্ত হয়ে সমযোজী যৌগ অণু গঠন করে।
৩) সাধারণ উষ্ণতায় তরল বা গ্যাসীয়।
৪) এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম।
৫) সাধারণত জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য।
৬) মোমের মতো নরম।
৭) গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না অর্থাৎ তড়িৎ অবিশ্লেষ্য।
৮) এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া মন্থর গতিতে হয়।
৯) সমযোজী বন্ধন দৃঢ় এবং বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে।
১০) সমাবয়বতা ধর্ম আছে।
Post a Comment