পানি একটি উভধর্মী অক্সাইড, কারণ পানি এসিডের সাথে বিক্রিয়ায় প্রোটন গ্রহণ করে অর্থাৎ ক্ষারকের মতো আচরণ করে এবং ক্ষারকের সাথে বিক্রিয়ায় প্রোটন দান করে এসিডের মতো আচরণ করে।

উদাহরণ হিসেবে বলা যায়, পানি এসিড (যেমন HCl) এর সাথে বিক্রিয়ায় HCl হতে প্রোটন গ্রহণ করে H3O+ পরিণত হয়। অর্থাৎ এক্ষেত্রে পানি ক্ষারক হিসেবে আচরণ করে।

Post a Comment

Previous Post Next Post