যে বিক্রিয়ায় কোন পদার্থের একটি অণুতে পরমাণুগুলোর অভ্যন্তরীণ গঠন পরিবর্তিত হয়ে নতুন একটি অণুর সৃষ্টি করে অর্থাৎ একটি সমাণু থেকে অপর একটি সমাণু তৈরি হয়, সেই বিক্রিয়াকে সমাণুকরণ বিক্রিয়া বলে।


সমাণুকরণ বিক্রিয়ায় শতকরা সংযুক্তির পরিবর্তন ঘটে না কেন?

সমাণুকরণ বিক্রিয়ার এক সমাণু হতে যৌগের পরমাণু পুনর্বিন্যাসের মাধ্যমে আরেকটি সমাণু উৎপন্ন হয়।

এখানে লক্ষণীয় হল সমাণুকরণ বিক্রিয়ার একটি যৌগে উপস্থিত পরমাণুসমূহের পূর্ণবিন্যাস ঘটে। অর্থাৎ বিক্রিয়ক ও উৎপাদের যৌগের পরমাণুর সংখ্যা অপরিবর্তিত থাকে। তাই সমাণুকরণ বিক্রিয়ায় শতকরা সংযুক্তির পরিবর্তন ঘটে না।


আরো পড়ুনঃ–

১। আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়ার অনুরূপ কেন?

২। অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে? অধঃক্ষেপণ বিক্রিয়া কেন নন রেডক্স বিক্রিয়া?

৩। দ্বিবিযোজন বিক্রিয়া কাকে বলে? বিযোজন ও দ্বিবিযোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি?

Post a Comment

Previous Post Next Post