যে বিক্রিয়ার উৎপন্ন যৌগ অধঃক্ষেপণ হিসেবে পাত্রের তলদেশে জমা হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।
সাধারণত অধঃক্ষেপণ বিক্রিয়া একটি দ্বিবিয়োজন বিক্রিয়া, এতে বিক্রিয়কের কোন মৌলের জারণ সংখ্যার কোন পরিবর্তন ঘটে না। অর্থাৎ এ ধরনের বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে না। তাই এটি একটি নন রেডক্স বিক্রিয়া।
আরো পড়ুনঃ–
১। আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়ার অনুরূপ কেন?
২। দ্বিবিযোজন বিক্রিয়া কাকে বলে? বিযোজন ও দ্বিবিযোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি?
Post a Comment