তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটারের আদর্শ মানকে স্থিরাঙ্ক বলে।
- নিম্ন স্থিরাঙ্ক (Lower fixed point) : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে।
- ঊর্ধ্ব স্থিরাঙ্ক (Upper fixed point) : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টীম বিন্দু বলে।
Post a Comment