তথ্য দেওয়া-নেওয়া কিংবা সংরক্ষণ করার প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে।


তথ্য প্রযুক্তির উপাদান কি কি?

তথ্য প্রযুক্তিে অনেক ধরনের উপাদান রয়েছে। তবে বর্তমানে ব্যবহৃত উপাদানগুলো নিম্নে তুলে ধরা হলোঃ

১) কম্পিউটার ও অনান্য ডিভাইস (Computer and other devices)

২) কম্পিউটিং (Computing)

৩) রেডিও, টেলিভিশন, ফ্যাক্স  (Radio, Television, Fax)

৪) অডিও ও ভিডিও (Audio and Video)

৫) স্যাটেলাইট (Satellite)

৬) কম্পিউটার নেটওয়ার্ক (Computer network)

৭) ইন্টারনেট (Internet)

৮) মডার্ন টেলিযোগাযোগ (Modern Telecommunication)

৯) মডেম ইত্যাদি (Modem etc.)



অনুশীলনী

১। তথ্য প্রযুক্তি বলতে কী বোঝায়?

উত্তর : তথ্য আদান-প্রদান করার প্রযুক্তিকে।


২। তথ্য বাঁচিয়ে রাখতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কী বলে?

উত্তর : তথ্যপ্রযুক্তি।


৩। তথ্যপ্রযুক্তি একসময় কারা ব্যবহার করত?

উত্তর : বিজ্ঞানীরা।


৪। তথ্য ও প্রযুক্তির ফলে পৃথিবীতে কী ঘটেছে?

উত্তর : বিপ্লব।


Tags :

তথ্য প্রযুক্তি কি?; তথ্য প্রযুক্তির অপব্যবহার; তথ্য প্রযুক্তির জনক কে?; তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব; তথ্য প্রযুক্তি মানে কি?; তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা কাকে বলে?; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার; তথ্য প্রযুক্তির মূল উপাদান কি?; আইটি কি?; Ict কাকে বলে?; তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে?; তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার; তথ্য প্রযুক্তি কি ধরনের উপযোগ সৃষ্টি করে?; উপযোগ সৃষ্টির প্রক্রিয়া কত প্রকার?; তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক বুঝিয়ে লেখ;

Post a Comment

Previous Post Next Post