মিল্কিওয়ে কি? What is Milky Way?

উত্তর : আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত সেটি হলো মিল্কিওয়ে।


বিজ্ঞান (Science) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

১। নক্ষত্র জগৎ কাকে বলে?

মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড় বা ঘনীভূত হয়েছে তাদের নক্ষত্র জগৎ বলে।


২। মহাকাশের শুরু আছে, শেষ নেই– ব্যাখ্যা কর।

উত্তর : মহাকাশ বলতে পদার্থের অনুপস্থিতি অর্থাৎ ফাঁকা জায়গা বা অঞ্চল বোঝায় যা দিয়ে পৃথিবী, চাঁদ, সূর্য ও তারা চলাচল করে। পৃথিবী হতে ১৬০ কিলোমিটার উচ্চতায় মহাকাশের শুরু। এরপর দৃষ্টিসীমার ভেতরের ও বাইরের অনেক গ্রহ, নক্ষত্র, ধুমকেতু ও গ্যালাক্সি এর মধ্যে রয়েছে। এজন্য মহাকাশের কোনো শেষ নেই।


৩। কোনো বস্তুর ভর কীসের উপর নির্ভর করে?

উত্তর : কোনো বস্তুর ভর নির্ভর করে যে পরমাণু ও অণু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর।


৪। বাতাসে শতকরা কত ভাগ নাইট্রোজেন বিদ্যমান?

উত্তর : বাতাসে শতকরা 78% হচ্ছে নাইট্রোজেন।


৫। জড় ও জীব পরিবেশের পার্থক্য কি?

উত্তর : নিচে জড় ও জীব পরিবেশের পার্থক্য দেওয়া হলো–

জড় পরিবেশ

  • পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত।
  • জড় পরিবেশের মূল উপাদান হচ্ছে মাটি, পানি এবং বায়ু।

জীব পরিবেশ

  • পরিবেশের সকল সজীব উপাদান নিয়ে জীব পরিবেশ গঠিত।
  • জীব পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে সকল উদ্ভিদ ও প্রাণী।

Post a Comment

Previous Post Next Post