আমার আঙ্গুলের ফাকে স্মৃতিসৌধ
স্মৃতিসৌধ দেখতে গেলাম আজকে। কোনো প্ল্যান ছিলনা ওখানে যাওয়ার। সাভারে একটা কাজে গিয়েছিলাম, এক লোকের কাছে জিজ্ঞেস করলাম "কত সময় লাগবে?" উনি বলল ১০ মিনিটের রাস্তা রিক্সায়। রিক্সাওয়ালা ৩০ টাকা দাবি করায় ওরে আর বিরক্ত না করে বাসের মামার কাছে জিজ্ঞেস করলাম "কত টাকা ভাড়া?" তাই গেলাম বাসে ৩ টাকা ভাড়া দিয়ে। আমি আর আমার এক ক্লাসমেট ছিল আমার সাথে। "কিছু ছবি না তুললেই নয়"
Post a Comment