ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ নিয়ে অনেক লেখালেখি আছে বিভিন্ন ব্লগে/ ফোরামে। আমার জ্ঞান খুব স্বল্প তাই এই বিষয় নিয়ে লেখতে বা ডিসকাস করতে একটু ভয় লাগে। যাই হোক এই পোস্টটা হয়ত নতুনদের কাজে আসবে।
ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ - Onpage optimize for blogspot
ব্লগস্পটের প্রতি পোস্টের জন্য আলাদা মেটা ডিস্ক্রিপশন এবং কিওয়ার্ড সাধারণত টেম্পলেটগুলাতে দেওয়া থাকে না। তাই এটাকে কিছুটা হ্যাক করতে হয়।
ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ - Onpage optimize for blogspot
Rifat Hasan Rabbi
0
Comments
Post a Comment