কিছু কিছু বিষয় মনের ভিতর থেকে যায়। ভিতর থেকে বের করার মত পরিস্থিতি বা পরিবেশ বা সময় হয় না। কখনো যদি দেখা যায় যে মনের কথা গুলা অন্য কেউ বলছে তাহলে খুশির অন্ত থাকে না। যেমন জেমসের গান শুনলে মনে হয় যেন এগুলা আমার নিজের মনে কথা। ঠিক এভাবেই ঘন্টা খানেক আগে একজনের স্ট্যাটাস দেখে এরকম মনে হলো। সরাসরি কপি পেস্ট মারলাম। কারন এই স্ট্যাটাস সংরক্ষন করা অতীব জরুরী।

Original posted by Manchu Mahara:
ছাত্র

Post a Comment

Previous Post Next Post