ডোমেইনের সংজ্ঞা নতুন করে দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আমি এই পোস্টে দুটি বিষয় নিয়ে কিছুটা গবেষণা করব। একটি হচ্ছে সাবডোমেইন এবং অন্যটি সাবডিরেক্টরি।
আমরা কোনো ডোমেইন হিসেবে যে জিনিসটি চিনি তা হচ্ছে অনেকটা এরকম - "www.azgor.com" কিন্তূ এটা মুলত একটা সাবডোমেইন। এবং রুট ডোমেইন হচ্ছে "azgor.com" অনেকে এটাকে নেকেড ডোমেইন হিসেবে চিহ্নিত করে। যার অর্থ হচ্ছে উলঙ্গ ডোমেইন। ব্যপারটা হয় কিছুটা বুঝতে পেরেছেন।
সাবডোমেইন নাকি সাবডিরেক্টরি?? - subdomain vs subdirectory
Rifat Hasan Rabbi
0
Comments
Post a Comment