ভালোবাসা
রুদ্ররের অপেক্ষার কিছুক্ষণ পরে!
"পশ্চিমা পরন্ত রোদ্দুরে।
রতনের গৃহের সামনের উত্তর কোনে
রোদ্দুদাহে বসিয়া রুদ্র প্রানে
চাহিয়া রংঙিন হাসিয়া লাজুক ভঙ্গীতে
রোদেলা বলিলো আজ এতটুকুই থাক,
আমি চললাম নিজগৃহে তোমার সাথে
দেখা হবে পরেরও দিনে।
রুদ্র তখন নিজগৃহে বারেন্দায় দারিয়ে
দেখতেছিল তাহার অন্তর,দৃষ্টি,ছুয়ে
এক,পা দু,পা হেটে আবার পিছনে
তাকিয়ে আবেগ ঝরানো
মাধ্যমিকের ছদ্ম নামের রোদেলাকে।
অন্য নামের রুদ্র ছেলেটাও তখন
২১বছর পেরিয়ে।
যাচ্ছে তো দিন এভাবেই রোদেলার
আবেগে, "আর রুদ্ররের প্রেম প্রশ্রয়ে।
Post a Comment