তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য কি?


 

তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থসমূহ আয়ন প্রদানে সক্ষম।
কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ দ্রবণে বা গলিত অবস্থায় আয়ন উৎপন্ন করতে সক্ষম নয়।

২. তড়িৎ বিশ্লেষ্য যৌগসমূহ সাধারণত পানিতে দ্রবণীয়।
কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য যৌগসমূহ সাধারণত পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, তবে অপোলার দ্রাবকে দ্রবণীয়।

৩.  তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি তড়িৎ পরিবহনে সক্ষম।
কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলি তড়িৎ পরিবহনে সক্ষম নয়।

৪. তড়িৎ বিশ্লেষ্য যৌগগুলি উদ্বায়ী হয় না।
কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য যৌগগুলি সাধারণত উদ্বায়ী হয়।

৫. তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়
কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলির গলনাংক ও স্ফুটনাংক নিম্ন হয়।

Post a Comment

Previous Post Next Post