একটি তড়িতাহিত বস্তুকে কোনো পরিবাহীর নিকটে রেখে তড়িতাহিত বস্তুর প্রভাবে অনাহিত পরিবাহীকে তড়িতাহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। যতক্ষণ তড়িতাহিত বস্তু পরিবাহীর নিকটে থাকে, ততক্ষণই অনাহিত বস্তু আহিত থাকে আবার আহিত বস্তু সরিয়ে নিলেই তা অনাহিতে পরিণত হয়।

Post a Comment

Previous Post Next Post