অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র

১. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৩০৫ খ. ১৩০৬ 

গ. ১৩০৭ ঘ. ১৩০৮

সঠিক উত্তর : খ


২. ‘বিজলী’ কোন ধরনের পত্রিকা?

ক. দৈনিক খ. সাপ্তাহিক 

গ. পাক্ষিক ঘ. মাসিক

সঠিক উত্তর : খ


৩. সাহিত্যের সব শাখায় কে উজ্জ্বলতার পরিচয় দিয়েছেন?

ক. কাজী নজরুল ইসলাম 

খ. গৌরীপ্রসন্ন মজুমদার

গ. সিকান্দার আবু জাফর 

ঘ. শামসুর রাহমান

সঠিক উত্তর : ক


৪. আরবি-ফারসি শব্দ ব্যবহারে কুশলতা দেখিয়েছেন কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর 

খ. কায়কোবাদ

গ. কামিনী রায় 

ঘ. কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তর : ঘ


৫. ‘রিক্তের বেদন’ কবি নজরুল রচিত কোন ধরনের গ্রন্থ?

ক. উপন্যাস খ. কাব্য 

গ. গল্পগ্রন্থ ঘ. নাটক

সঠিক উত্তর : গ


৬. কবি নজরুল কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?

ক. ৪১ বছর খ. ৪২ বছর 

গ. ৪৩ বছর ঘ. ৪৪ বছর

সঠিক উত্তর : গ


৭. কী দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে?

ক. চিন্তা খ. ভাব 

গ. কাজ ঘ. স্পিরিট

সঠিক উত্তর : খ


৮. পুষ্পবিহীন সৌরভের মতো কোনটি?

ক. কাজ খ. কাজ ও ভাব 

গ. ভাব ঘ. শক্তি

সঠিক উত্তর : গ


৯. ‘ভাব ও কাজ’ রচনায় লেখক ভাবকে কার দাস করতে বলেছেন?

ক. কার্যের খ. আত্মার 

গ. কল্যাণের ঘ. স্বার্থের

সঠিক উত্তর : ক


১০. মহৎ কিছু করার জন্য কী প্রয়োজন?

ক. ভাব খ. উদ্যোগ ও ভাব 

গ. কাজ ঘ. ভাব ও কাজ

সঠিক উত্তর : ঘ

Post a Comment

Previous Post Next Post