কম্পিউটারের যে অংশে স্থায়ী বা অস্থায়ীভাবে উপাত্ত জমা করা হয় তাকে কম্পিউটারের স্মৃতি বা মেমোরি বলে। মেমোরি দুই প্রকার। যথা–
i. প্রধান বা প্রাথমিক মেমোরি
ii. সহায়ক মেমোরি
র‌্যাম : র‌্যাম হলো প্রাথমিক মেমোরি। র‌্যামকে বলা হয় Random Access Memory। এটি মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। র‌্যাম একটি অস্থায়ী মেমোরি। র‌্যামে তথ্য থাকা বা না থাকা বিদ্যুৎ প্রবাহের বা সংযোগের উপর নির্ভরশীল। কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে র‌্যামের সব তথ্য মুছে যায়।

Post a Comment

Previous Post Next Post