পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন (Oscillation) গতি বলে। অর্থাৎ, স্পন্দন গতিকে অগ্র পশ্চাৎ পর্যাবৃত্ত গতিও বলা যেতে পারে। দোলনার গতি, দেয়ালঘড়ির দোলকের গতি, সরল দোলকের গতি, কম্পনশীল সুর শলাকা, গীটারের তারের গতি ইত্যাদি স্পন্দন/কম্পন গতির উদাহরণ। এছাড়া, কঠিন বস্তুসমূহের অভ্যন্তরে পরমাণু স্পন্দিত হয়।

সাধারণভাবে বলা যায়, সকল শব্দের উদ্ভবই কোন না কোন স্পন্দন গতি থেকে হয়।

স্পন্দন গতির অপর নাম দোলন গতি

অনুশীলনী
১। দেয়াল ঘড়ির দোলকের গতি কী ধরনের গতি? ব্যাখ্যা কর।
উত্তর : দেয়াল ঘড়ির দোলকের গতি এক ধরনের দোলন বা স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে, পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তবে বস্তুর ঐ গতিকে স্পন্দন গতি বা দোলন গতি বলে। দেয়াল ঘড়ির দোলকটি দেখা যায় যে, নির্দিষ্ট সময় পরপর এদিক-ওদিক চলে, যা দোলন গতির উদাহরণ। তাই ঘড়ির দোলকের গতি দোলন গতি বা স্পন্দন গতি।

Tags :
সরল ছন্দিত স্পন্দন গতি কাকে বলে?; স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি ব্যাখ্যা কর; স্পন্দন গতির অপর নাম কি?; স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা কর; পর্যায়বৃত্ত গতি ও স্পন্দন গতির মধ্যে পার্থক্য কি?; স্পন্দন গতি ও সরল স্পন্দন গতির পার্থক্য কি?; কোনটি স্পন্দন গতি?; পূর্ণ স্পন্দন গতি কাকে বলে?; দমিত ছন্দিত গতি কাকে বলে?; স্পন্দন অর্থ কি?; সরল ছন্দিত স্পন্দনশীল কণার সর্বোচ্চ অবস্থান ও সাম্যবস্থার মধ্যে দশা পার্থক্য কত?; সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য নয় কোনটি?; কম্পমান সুরশলাকার গতি কী ধরনের গতি?; স্পন্দন গতির সংজ্ঞা কি?; সরল ছন্দিত গতির সমীকরণ; সরল স্পন্দন গতি কাকে বলে?;

Post a Comment

Previous Post Next Post