প্রশ্ন-১. ডায়নামো কাকে বলে?

উত্তর : যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে জেনারেটর বা ডায়নামো বলে।


প্রশ্ন-২. ডায়নামো আবিস্কার করেন কে?

উত্তর : ডায়নামো আবিস্কার করেন মাইকেল ফ্যারাডে।


প্রশ্ন-৩. ডায়নামো আবিষ্কৃত হয় কবে?

উত্তর : ডায়নামো আবিষ্কৃত হয় ১৯১৪ সালে


প্রশ্ন-৪. ডায়নামো কত প্রকার ও কি কি?

উত্তর : ডায়নামো দুই প্রকার। যথা-

১। পরিবর্তী প্রবাহ ডায়নামো

২। একমুখী প্রবাহ ডায়নামো।

Post a Comment

Previous Post Next Post