যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর (Electric Motor) বলে। বৈদ্যুতিক মোটর দুই প্রকার। যথা:
১. একমুখী প্রবাহ মোটর বা ডি. সি. মোটর
২. পরিবর্তী প্রবাহ মোটর বা এ. সি. মোটর
চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কোন পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহী ঘুরতে থাকে। এই নীতির উপর ভিত্তি করে তৈরি।
বৈদ্যুতিক পাখা, পাম্প, কম্পিউটার, বৈদ্যুতিক ট্রেন, ক্যাসেট প্লেয়ার রোলিং মিল, কম্প্রেসর ইত্যাদি যন্ত্রে বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয়।


বৈদ্যুতিক মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য কি? (What is difference between Electric motor and Generator?)

বৈদ্যুতিক মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ–

বৈদ্যুতিক মোটর

  • যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে বৈদ্যুতিক মোটর বলে।
  • তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়।
  • বৈদ্যুতিক পাখা, পাম্প প্রভৃতি যন্ত্রে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়।

জেনারেটর

  • যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে জেনারেটর বলে।
  • তড়িৎবাহী আবেশের উপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয়।
  • ঘরবাড়ি, অফিস আদালতে বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ব্যবহার করা হয়।

Post a Comment

Previous Post Next Post