এনার্জি মিটার এক ধরনের বিদ্যুৎ পরিমাপক যন্ত্র। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে কোন সার্কিটের বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা হয় তাকে এনার্জি মিটার বলে। এনার্জি মিটারকে ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার মিটারও বলা হয়।
এ যন্ত্রের পাঠ থেকে মাসিক বিদ্যুৎ বিল তৈরি করা হয়।  এ মিটারে, বৈদ্যুতিক পাওয়ার এবং কত সময় এই পাওয়ার ব্যয় হয়েছে সে সময়ের গুণফল সরাসরি পাওয়া যায়। বর্তনীতে যতক্ষণ পর্যন্ত পাওয়ার ব্যয় হয়, ততক্ষণ পর্যন্ত ডায়ালের কাটাগুলো ঘুরে পাওয়ার খরচ রেকর্ড করে।

এনার্জি মিটারের প্রকারভেদ
এনার্জি মিটার প্রধানত তিন প্রকার। যথা–
১. ইলেকট্রোলাইটিক মিটার
২. মোটর মিটার এবং
৩. ব্লক মিটার।

Post a Comment

Previous Post Next Post