ইনপুট ডিভাইস কাকে বলে? (What is called Input device in Bengali/Bangla?)

কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ইনপুট ডিভাইস (Input device) বলে। যেমন– কি-বোর্ড (Keyboard), মাউস (Mouse), ডিজিটাল ক্যামেরা (Digital camera), স্ক্যানার (Scanner), ভিডিও ক্যামেরা (Video camera), ওয়েব ক্যাম ইত্যাদি।

নিচে পাঁচটি ইনপুট ডিভাইসের নাম ও বর্ণনা দেওয়া হলো–
কি-বোর্ড : কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারের ভেতরে বাংলা ও ইংরেজি লেখা যায়।

মাউস (Mouse) : এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। একে পয়েন্টিং ডিভাইসও বলা হয়। ইঁদুরের মতো অনেকটা দেখতে হওয়ায় এর নামকরণ করা হয় মাউস। মাউসে সাধারণত দুটি বাটন ও একটি স্ক্রল চক্র (হুইল) থাকে। কম্পিউটারে ইনপুট দিতে এ বাটনগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হয়। বর্তমানে প্রচলিত অনেক ধরনের মাউসের মধ্যে সাধারণ ব্যবহারকারীগণ স্ট্যান্ডার্ড মাউস ব্যবহার করেন। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে মাউসের বহুল ব্যবহার লক্ষ করা যায়। মাউসের বাটন ক্লিক করে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ প্রদান করা যায়। সাধারণত নির্দিষ্ট প্রোগ্রামের চিহ্নের উপর মাউসের বাম দিকের বাটন একবার ক্লিক করলে প্রোগ্রামটি নির্বাচিত হয় এবং পরপর দ্রুত দুবার ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়। স্ক্রল চক্র ব্যবহার করা হয় বিভিন্ন পেজ দ্রুততার সাথে উপর-নিচ করে দেখার জন্য।

ডিজিটাল ক্যামেরা : চলন্ত ছবি তুলে তা কম্পিউটারে দেয়ার জন্য ডিজিটাল ক্যামেরা ব্যবহৃত হয়। এ জাতীয় ক্যামেরায় ছবি তুলতে ফিল্মের প্রয়োজন হয় না। ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি ক্যামেরার মেমোরিতে জমা থাকে। কম্পিউটারের সঙ্গে তারের সাহায্যে সংযুক্ত করে ক্যামেরার ছবি কম্পিউটারে নিয়ে নেয়া হয়। এছাড়াও ক্যামেরার মেমোরি কার্ড খুলে তা কম্পিউটারে সংযুক্ত করে ছবি স্থানান্তর করা যায়।

জয়স্টিক : কম্পিউটারে গেম খেলতে জয়স্টিক ব্যবহার করা হয়।

ওএমআর : ওএমআর বৃত্ত ভরাট করা খাতা পড়ে প্রাপ্ত তথ্যগুলো কম্পিউটারে ঢুকিয়ে দেয়।


এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। নিচের কোনটি ইনপুট ডিভাইস?

ক) ওয়েবক্যাম

খ) স্পিকার

গ) প্রিন্টার

ঘ) প্লটার

সঠিক উত্তর : ক


২। কম্পিউটারে ছবি আঁকার জন্য কোন ইনপুট ডিভাইসটি ব্যবহার করা যায়?

ক) মাউস

খ) মনিটর

গ) কি-বোর্ড

ঘ) প্রিন্টার

সঠিক উত্তর : ক


৩। OMR-এর পূর্ণরূপ কী?

ক) Optical Mark Reader

খ) Optical Magnetic Reader

গ) Optical Mark recognition

ঘ) Optical magnetic recognition

সঠিক উত্তর : ক


৪। মাউসের বিকল্প যন্ত্র হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

ক) লাইট পেন

খ) স্ক্যানার

গ) গ্রাফিক্স ট্যাবলেট

ঘ) ওএমআর

সঠিক উত্তর : ক


৫। বারকোড রিডার কোন ধরনের ডিভাইস?

ক) ইনপুট

খ) আউটপুট

গ) স্টোরেজ

ঘ) প্রসেসিং

সঠিক উত্তর : ক


৬। ডিজিটাল ক্যামেরা কোন ধরনের ডিভাইস?

ক) ইনপুট

খ) আউটপুট

গ) স্টোরেজ

ঘ) ইনপুট-আউটপুট

সঠিক উত্তর : ক

Post a Comment

Previous Post Next Post