তথ্য বা উপাত্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত ভৌত মাধ্যমকে স্টোরেজ মিডিয়া (Storage Media) বলে। যেমন– ১. হার্ডডিস্ক, ২. ফ্লপিডিস্ক, ৩. ম্যাগনেটিক টেপ, ৪. কমপ্যাক্ট ডিস্ক বা সিডি, ৫. রি-রাইটেবল সিডি, ৬. ডিভিডি, ৭. ফ্লাশ মেমােরি বা পেন ড্রাইভ, ৮. মেমােরি কার্ড ইত্যাদি।
স্টোরেজ মিডিয়ার প্রকারভেদ
স্টোরেজ মিডিয়া প্রধানত দুই প্রকার। যথা–
১. প্রাইমারি স্টোরেজ মিডিয়া বা মেমােরি এবং
২. সেকেন্ডারি স্টোরেজ মিডিয়া বা মেমােরি।
স্টোরেজ মিডিয়া (Storage Media) কাকে বলে? কত প্রকার ও কি কি?
Rifat Hasan Rabbi
0
Comments
Tags
কম্পিউটার
Post a Comment