আল্ট্রাসনোগ্রাফি হলো এমন একটি প্রক্রিয়া যা উচ্চ কম্পাঙ্কের শব্দের প্রতিফলনের উপর নির্ভরশীল। উচ্চ কম্পাঙ্কের শব্দ যখন শরীরের গভীরের কোনো অঙ্গ বা পেশি থেকে প্রতিফলিত হয় তখন প্রতিফলিত তরঙ্গের সাহায্যে ঐ অঙ্গের অনুরূপ একটি প্রতিবিম্ব মনিটরের পর্দায় গঠন করা হয়।

আল্ট্রাসনোগ্রাফি কী কী রোগ নির্ণয়ে ব্যবহার করার হয়?
আল্ট্রাসনোগ্রাফির সাহায্যে স্ত্রী রোগ, এছাড়া ভ্রূণের আকার, পূর্ণতা, ভ্রূণের স্বাভাবিক বা অস্বাভাবিক অবস্থান জানা যায়। এর সাহায্যে জরায়ুর টিউমার, পেলভিক মাসের উপস্থিতিও শনাক্ত করা যায়। পিত্তপাথর, হৃদযন্ত্রের ত্রুটি এবং টিউমার সনাক্তকরণে ব্যবহার করা হয়।

Post a Comment

Previous Post Next Post