নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য নিচে দেওয়া হলো-
নিয়মিত প্রতিফলন
- মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।
- নিয়মিত প্রতিফলনে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান থাকে।
- এ প্রতিফলনে প্রতিফলিত আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল।
- প্রতিফলনের পর অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয়।
বিক্ষিপ্ত প্রতিফলন
- অমসৃণ তলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে।
- বিক্ষিপ্ত প্রতিফলনে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান থাকে না।
- এ প্রতিফলনে প্রতিফলিত আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল নয়।
- প্রতিফলনের পর অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয় না।
আরো পড়ুনঃ-
১। সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য কি
২। আলোক রশ্মি ও আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে?
৩। প্রিজমের সংজ্ঞা কি? What is a Prism simple definition?
৫। মরীচিকা কি? মরীচিকা কিভাবে সৃষ্টি হয়?
৬। আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের নিয়ম কি কি?
৭। প্রতিফলন কত প্রকার ও কি কি?
৮। উড্ডয়ন উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? ব্যাখ্যা কর।
৯। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?
১০। বিম্ব কাকে বলে? বিম্ব কত প্রকার ও কি কি?
১১। সদ বিম্ব ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য কি?
১২। আপতন কোণ ও প্রতিফলন কোণ কাকে বলে?
১৩। ক্রান্তি কোণ কাকে বলে? হীরকের সংকট কোণ 24° বলতে কি বুঝায়?
১৪। অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? অণুবীক্ষণ যন্ত্র কত প্রকার ও কি কি?
Post a Comment