Current Affairs in Bengali GK Quiz  May 2021


Current Affairs in Bengali GK Quiz May 2021
Current Affairs in Bengali GK Quiz May 2021




      সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগি করে এই প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে Current Affairs in Bengali GK Quiz  প্রশ্ন গুলি সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগি যেমন- PSC, WBCS, POLICE, RAIL, BANK..Etc. প্রশ্ন গুলি আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী…. তাই তারাতারি পড়ে নিন ….



1. সম্প্রতি কোন রাজ্যের পুলিশ কোভিদ নাইনটিন রোগীদের সাহায্য করার জন্য Mission Hounsla অভিযান শুরু করেছে?




...Answer is B)
উত্তরাখান্ড "



2. মাউন্ট প্যুমোরি বিজয় করা প্রথম ভারতীয় মহিলা কে ?




...Answer is C)
বলজিৎ কর .



3. কাকে COP26 এর জলবায়ু পরিবর্তনের জন্য জনগণের আইনজীবী হিসাবে বেছে নিয়েছেন?




...Answer is A)
স্যার ডেভিড এটেনবরো



4. সম্প্রতি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অষ্টম কিস্তি প্রকাশ করা হয়েছে, কখন এই প্রকল্প চালু হয়েছিল?




...Answer is D)
2018



5. সম্প্রতি অজন্তা নিয়োগ কোন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন?




...Answer is C)
আসাম.



6. ভারতের কোন রাজ্য প্রথম বিশ্ব কোভাক্স জোটে যোগদান করে?




...Answer is B)
পাঞ্জাব



7. "All Time Favorite for Children" সাম্প্রতিক কে লিখেছেন ?




...Answer is A)
রাস্কিন বন্ড



8. সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা ডায়নোসরের একটি নতুন প্রজাতি চিহ্নিত করেছেন, যাকে টকটিভ ডাইনোসর বলা হয়?




...Answer is C)
মেক্সিকো



9. কোন পেমেন্ট ব্যাংক সেফগোল্ডের সাথে অংশীদার হয়ে গ্রাহকদের সোনায় বিনিয়োগের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিগোল্ড চালু করেছে?




...Answer is D)
এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক



10. বাটা ভারতের ফুটওয়্যার ব্র্যান্ডের CEOকে হন?




...Answer is A)
গুঞ্জন সাহ .



Post a Comment

Previous Post Next Post