১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে উত্তর-দক্ষিণে প্রসারিত একটি রেখা কল্পনা করা হয়, একে আন্তর্জাতিক তারিখ রেখা বলে।


বার্ষিক গতির ফলাফল ব্যাখ্যা কর।

১। পৃথিবীর বার্ষিক গতির ফলে সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তীর্যকভাবে পতিত হয়। ফলে তাপমাত্রার পার্থক্য ঘটে এবং ঋতু পরিবর্তিত হয়।

২। বার্ষিক গতির ফলে দিন ও রাত্রের হ্রাস-বৃদ্ধি ঘটে। কোনো স্থানে দিবাভাগের পরিমাণ রাতের পরিমাণ হতে দীর্ঘ হলে সেই স্থানে বায়ুমণ্ডল অধিকতর উষ্ণ থাকে। এভাবে বছরের বিভিন্ন সময়ে ভূ-পৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে এবং দিন ও রাতের হ্রাস-বৃদ্ধি ঘটে।

৩। সূর্যকে পরিক্রমণকালে পৃথিবী সব সময় ৬৬.৫ ডিগ্রি কোণে হেলে থাকে। ফলে বিভিন্ন স্থানে সূর্যরশ্মি পতনে কৌণিক তারতম্য ঘটে এবং ঋতু পরিবর্তিত হয়।

৪। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য ৯৩,৮০,৫১,৮২৭ কিমি.। পৃথিবীর এ কক্ষপথ উপবৃত্তাকার বলে পরিক্রমণকালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা সমান থাকে না। জানুয়ারির ১ থেকে ৩ তারিখে সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে। সূর্য ও পৃথিবীর দূরত্বের হ্রাস-বৃদ্ধির ফলে সূর্যতাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে।

Post a Comment

Previous Post Next Post