পরমাণুর যে মধ্যবর্তী স্থানে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক হ্রাস পায় তাকে নোড বলে।


সক্রিয়ণ শক্তি বিক্রিয়ার হারকে প্রভাবিত করে কেন? ব্যাখ্যা কর।

বিক্রিয়ক হতে উৎপাদে পরিণত হওয়ার জন্য নূন্যতম যে পরিমাণ শক্তি অর্জন করতে হয় তাই হলো সক্রিয়ণ শক্তি। যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি তার গতির হার কম হবে এবং যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম তার গতির হার বেশি হবে। কারণ বিক্রিয়ক অণুসমূহের মধ্যে খুবই কম সংখ্যক অণু প্রয়োজনীয় অধিক শক্তি সম্পন্ন হয়ে সক্রিয় অণুতে পরিণত হয় এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে; ফলে ঐ বিক্রিয়ার হার কম হয়। কিন্তু সক্রিয়ণ শক্তি কম হলে একই সময়ে অনেক বেশি সংখ্যক অণু প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি সম্পন্ন হয়ে বিক্রিয়ায় অংশ নেয় এবং ঐ বিক্রিয়ার হার বেশি হয়।

Post a Comment

Previous Post Next Post