যেসব জৈব যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই তাদের দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশনযুক্ত ভিন্ন সমাণু সম্ভব, এদের ভৌত ও রাসায়নিক ধর্ম এক ও অভিন্ন কিন্তু আলোক সক্রিয়তা ভিন্ন অর্থাৎ এক সমতলীয় আলোর প্রতি ভিন্নরূপ আচরণ করে, ঐ সব যৌগের প্রতিক্রিয়াকে আলোক সক্রিয় সমাণুতা বলে।
আলোক সক্রিয় সমাণুতার শর্ত
আলোক সক্রিয় সমাণুতার শর্তসমূহ নিম্নরূপঃ
১। আলোক সক্রিয় সমাণুতা প্রদর্শনের জন্য পদার্থকে আলোক সক্রিয় হতে হয়।
২। জৈব যৌগের অণুতে কাইরাল কার্বন থাকলে অণুতে অপ্রতিসম হয় এবং আলোক সক্রিয়তা প্রদর্শন করে।
৩। আলোক সক্রিয় যৌগ তল সমবর্তিত আলোর তলকে ভিন্ন ভিন্ন দিকে আবর্তন করে।
৪। সমাণুতার ফলে দুটো ভিন্ন ভিন্ন কনফিগারেশন তথা দুটো আলোক সমাণুর সৃষ্টি হয়।
Post a Comment