অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো গঠনের মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে এবং বিভিন্ন অঙ্গ রক্ষা করে তাই কঙ্কালতন্ত্র।


অস্থি বলতে কী বোঝায়?

অস্থি যোজক কলার একটি রূপান্তরিত রূপ যা মানবদেহের কঙ্কাল বা কাঠামো গঠন করে। অস্থির গঠন খুবই দৃঢ়। অস্থির আন্তঃকোষীয় পদার্থ বা মাতৃকা এক প্রকার জৈব পদার্থ দ্বারা গঠিত যা শক্ত ও ভঙ্গুর। এর মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো থাকে। এই অস্থিকোষকে অস্টিওব্লাস্ট বলা হয়। এসব কোষ দেহের অন্যান্য কোষের মতো মসৃণ নয় বরং শাখা-প্রশাখাযুক্ত, দেখতে অনেকটা মাকড়সার মতো। জীবিত অস্থিকোষ ৪০% জৈব এবং ৬০% অজৈব পদার্থ নিয়ে গঠিত। কাজেই অস্থিকোষের গঠন দেহের অন্য যে কোনো কোষ থেকে ভিন্নতর।

Post a Comment

Previous Post Next Post