মাল্টি প্রসেসিং সিস্টেম বলতে কী বোঝায়?

মাল্টি প্রসেসিং সিস্টেম বলতে দুই বা ততোধিক কেন্দ্রীয় প্রসেসর বা সিপিইউ দ্বারা পরিচালিত সমান্তরালভাবে দুই বা ততোধিক নির্দেশনাকে বোঝায়। মাল্টি প্রসেসিং সিস্টেমে একাধিক প্রসেসর ব্যবহৃত হওয়ায়, একটি প্রসেসর নষ্ট হলেও কাজ একেবারে বন্ধ হয় না। তাই এর ওপর ব্যবহারকারী অধিক নির্ভরশীল হতে পারে। মহাকাশ, বিদ্যুৎ উৎপাদন, কলকারখানা প্রভৃতি ক্ষেত্রে মাল্টি প্রসেসিং সিস্টেম ব্যবহার করা হয়। মাল্টি প্রসেসিং সিস্টেম দুই প্রকার। যথা: ১. সুষম মাল্টি প্রসেসিং সিস্টেম এবং ২. অসম মাল্টি প্রসেসিং সিস্টেম।

Post a Comment

Previous Post Next Post