CPU হলো কম্পিউটারের প্রধান অংশ। সিপিইউতে ডেটা (Data) প্রসেসিংয়ের কাজ হয়ে থাকে। এটি কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্কস্বরূপ। কম্পিউটারের কাজের গতি ও ক্ষমতা CPU-এর ওপর নির্ভরশীল। সিপিইউকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
২. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit-ALU)
৩. রেজিস্টার মেমোরি (Register Memory)
১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit) : কম্পিউটারের যে অংশ যাবতীয় কার্য নিয়ন্ত্রণ করে তাকে নিয়ন্ত্রণ অংশ বলে। ইনপুট গ্রহণ প্রক্রিয়া, প্রোগ্রামের ধারাবাহিকতা নিয়ন্ত্রণ, তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ। তথ্য সংরক্ষণ ব্যবস্থা, নিয়ন্ত্রণ ইত্যাদি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করাই এ অংশের কাজ। পাশাপাশি এ অংশ কম্পিউটারের প্রধান প্রধান সাংগঠনিক উপাদানের মধ্যে পারস্পরিক যোগাযোগ নিয়ন্ত্রণ করে থাকে। এক কথায়, ইনপুট গ্রহণ, প্রক্রিয়াকরণ, ফলাফল প্রদান এবং সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ অংশ।
Post a Comment