বিভিন্ন ধরনের পদার্থ যেমন– রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোয়া এবং দুর্গন্ধ বায়ুতে মিশে যখন জীব ও প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতির কারণ হয় তখন তাকে বায়ু দূষণ বলে।


বায়ু দূষণের কারণ

বায়ু দূষণের অনেক কারণ রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য দু'টি কারণ হচ্ছে–
১. কলকারখানা থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড গ্যাস ও কালো ধোঁয়া যা সহনীয় অতিক্রম করলে বায়ু দূষিত হয়।
২. জীবাণুযুক্ত ধূলিকণা বায়ুতে ভেসে বেড়ায় যা বায়ুকে দূষিত করে।

Post a Comment

Previous Post Next Post