কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক তার কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে পরিমাণ অর্থ পায়, তাকে আর্থিক মজুরি বলে। যেমন– একজন শ্রমিক তার এক মাসের কাজের বিনিময়ে ৫,০০০ টাকা পায়। এটাই হলো তার আর্থিক মজুরি।


শ্রম বলতে কি বুঝায়?

সাধারণ অর্থে, শ্রম বলতে মানুষের কায়িক পরিশ্রমকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে শ্রম শব্দটির বিশেষ ও ব্যাপক অর্থ রয়েছে। উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রকার শারীরিক ও মানসিক কাজ ও সেবাকর্ম এবং যার বিনিময়ে পরিশ্রমিক পাওয়া যায়, তাকে শ্রম বলে। একজন কৃষক, শিল্প-শ্রমিক বা রিকশা চালকের শারীরিক পরিশ্রম যেমন শ্রম, তেমনি একজন শিক্ষকের শিক্ষাদান বা ডাক্তারের পরামর্শ তার বুদ্ধিজাত শ্রম। বস্তুত মানুষ পরিশ্রমের বিনিময়ে যা কিছু অর্জন করে তাকে শ্রম বলে।

Post a Comment

Previous Post Next Post