যে পুকুরে বছরের নির্দিষ্ট সময় (৩-৮ মাস) পর্যন্ত পানি থাকে এবং এক বছরের কম সময়ে বাজারজাত করা যায় এমনকি দ্রুত বর্ধনশীল মাছ চাষ করা হয় তাকে মৌসুমি পুকুর বলে।


পুকুর প্রস্তুতিতে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

সাধারণত পুকুরের মাটি ও পানির অম্লত্ব দূরীকরণ এবং দূষণমুক্ত রাখার জন্য চুন প্রয়োগ করা হয়।

চুন মাটি ও পানিকে শোধন করে মাছের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করে। ফলে মাটি ও পানির উর্বরতা বৃদ্ধি পায়। পানির পিএইচ ঠিক রাখে। পানির ঘোলাত্ব কমায় ও পরিষ্কার রাখে। চুন ক্ষতিকর কীটপতঙ্গ ও রোগজীবাণুও ধ্বংস করে। এছাড়া প্রয়োগকৃত সারের কার্যকারিতা বৃদ্ধি করে। এজন্য পুকুর প্রস্তুতিতে চুন প্রয়োগ করা প্রয়োজন।

Post a Comment

Previous Post Next Post