প্রশ্ন-১. কোন ধরনের কোষ বিভাজনে জননকোষ উৎপন্ন হয়?
উত্তর : মিয়োসিস কোষ বিভাজনে জননকোষ উৎপন্ন হয়।

প্রশ্ন-২. জিন কাকে বলে?
উত্তর : ক্রোমোজোমে অবস্থিত জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন বলে।

প্রশ্ন-৩. বংশগতির জনক কে?
উত্তর : বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল।

প্রশ্ন-৪. মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে?
উত্তর : মানুষের প্রতিটি দেহকোষে ২৩ জোড়া ক্রোমোজোম রয়েছে।

প্রশ্ন-৫. ব্যাকটেরিয়ার কোষে কী ধরনের কোষ বিভাজন হয়?
উত্তর : ব্যাকটেরিয়ার কোষে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়।

প্রশ্ন-৬. বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষা হয় কীসের মাধ্যমে?
উত্তর : বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষা হয় ক্রোমোজমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে।

প্রশ্ন-৭. ইন্টারফেজ কাকে বলে?
উত্তর : ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষের এ অবস্থাকে ইন্টারফেজ বলে।

প্রশ্ন-৮. মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে?
উত্তর : মাইটোসিসের প্রো-মেটাফেজ ধাপে অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে।

প্রশ্ন-৯. ক্রোমোজোম কাকে বলে?
উত্তর : নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে।

প্রশ্ন-১০. সাইটোকাইনেসিস কী?
উত্তর : কোষের সাইটোপ্লাজমের বিভাজনই হলো সাইটোকাইনেসিস।

প্রশ্ন-১১. কোন কোষ বিভাজনের ফলে জীব দৈর্ঘ্য-প্রস্থে বৃদ্ধি পায়?
উত্তর : মাইটোসিস কোষ বিভাজনের ফলে জীব দৈর্ঘ্য-প্রস্থে বৃদ্ধি পায়।

প্রশ্ন-১২. বংশগতি কী?
উত্তর : যে প্রক্রিয়ায় মাতা-পিতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাই বংশগতি।

প্রশ্ন-১৩. স্পিন্ডল তন্তু কী?
উত্তর : মাইটোসিস কোষ বিভাজনের প্রো-মেটাফেজ ধাপে সৃষ্ট মাকু আকৃতির তন্তুই হলো স্পিন্ডল তন্তু।

প্রশ্ন-১৪. RNA এর পূর্ণরূপ কী?
উত্তর : RNA এর পূর্ণরূপ হলো Ribonucleic Acid.

প্রশ্ন-১৫. ক্যারিওকাইনেসিস কাকে বলে?
উত্তর : মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।

প্রশ্ন-১৬. জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?
উত্তর : জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়।

প্রশ্ন-১৭. জীবদেহ কী দিয়ে গঠিত?
উত্তর : জীবদেহ কোষ দিয়ে গঠিত।

প্রশ্ন-১৮. কোষ বিভাজন কত প্রকার?
উত্তর : কোষ বিভাজন তিন প্রকার।

প্রশ্ন-১৯. মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?
উত্তর : মাইটোসিস কোষ বিভাজন পাঁচটি ধাপে সম্পন্ন হয়।

প্রশ্ন-২০. জীনতত্ত্বের জনক কে?
উত্তর : জীনতত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল।

Post a Comment

Previous Post Next Post