প্রচলিত অর্থে কম্পিউটার বলতে ডিজিটাল কম্পিউটারকেই বুঝানো হয়ে থাকে। ডিজিট (Digit) শব্দ থেকে ডিজিটাল শব্দের উৎপত্তি। ডিজিটাল কম্পিউটারে বর্ণ, সংখ্যা, সংকেত, প্রতীক ইত্যাদি ইনপুট হিসেবে ব্যবহৃত হয়। ডিজিটাল কম্পিউটার মূলত গাণিতিক নীতির ভিত্তিতে পরিচালিত হয় এবং খুব সূক্ষ্ম ও নির্ভুল ফলাফল প্রদান করতে সক্ষম। সংখ্যা প্রক্রিয়াকরণের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটার কাজ করে। ডিজিটাল কম্পিউটার ০ (শূন্য) এবং ১ (এক) এ প্রতীক দুটি দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়াকরণ সম্পন্ন করে। এ কম্পিউটারে প্রক্রিয়াকরণের ফলাফল সরাসরি লিখিতভাবে পাওয়া যায়।
ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য
- ডিজিটাল কম্পিউটারে ফলাফল সরাসরি মনিটরে প্রদর্শিত হয় বা অন্য কোন আউটপুট ডিভাইসে প্রকাশিত হয়।
- সংখ্যা প্রক্রিয়াকরণের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটার কাজ করে।
- ইনপুট, প্রসেসিং এবং আউটপুট প্রদান করে ডিজিটাল প্রক্রিয়ায়।
- একটি কম্পিউটার বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়।
- কাজের সুক্ষ্ণতা অত্যন্ত বেশি (১০০ %)।
- সাধারণত বিশেষ বা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়।
- সাধারণত আমরা যে সকল কম্পিউটার ব্যবহার করি সেগুলোর বেশিরভাগই ডিজিটাল কম্পিউটার।
Post a Comment