ই-গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স একটি ডিজিটাল ইলেকট্রনিক প্রযুক্তি। ই-গভর্নেন্স অফিসের কাজকর্মকে আরও সহজ ও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। ই-গভর্নেন্সের মাধ্যমে কম সময়ে অফিসের জটিল কাজের সমাধান করা যায়। সুষ্ঠু ও সুন্দরভাবে অফিসের সব জটিল কাজের নিয়ন্ত্রণে ই-গভর্নেন্স প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ফলে মানুষের দৈনন্দিন জীবন আরও সহজ হয়ে উঠেছে।


স্মার্ট হোম বলতে কী বোঝায়?

স্মার্ট হোম বলতে এমন একটি হোমকে বোঝায় যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির বা হোমের হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়। স্মার্ট হোমে ব্যবহৃত ডিভাইসগুলো হলো- টেলিভিশন, এসি, লাইট, ফ্যান, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি। এগুলো রিমোট কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে মানুষের মাঝে স্মার্ট হোমের প্রতি আকর্ষণ বাড়ছে।

Post a Comment

Previous Post Next Post