আন্তর্জাতিক আদালত হচ্ছে জাতিসংঘের একটি প্রধান অঙ্গ। এই আদালতের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন বিবাদের মীমাংসা করা হয়। বিশ্বের বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধানে এ আদালত কাজ করে যাচ্ছে। নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের কার্যালয় অবস্থিত।


ইন্টারপোল (Interpol) বলতে কী বোঝায়?

ইন্টারপোল (Interpol) বলতে আন্তর্জাতিক অপরাধমূলক পুলিশ সংস্থাকে বোঝায় যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এটি ১৯২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমানের নামে পরিবর্তিত হয়। ইন্টারপোলের বর্তমান সদস্য ১৯৪টি দেশ এবং এর সর্বশেষ সদস্য দেশ ভানুয়াতু। প্রধান দপ্তর লিয়োঁ, ফ্রান্স-এ। এটি জাতিসংঘ-এর পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।

Post a Comment

Previous Post Next Post