লাউড স্পিকার (Loudspeaker) হল একটি ইলেকট্রনিক যন্ত্র যা তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তর করে। এটি সাধারণত গান শুনতে, বক্তৃতা দিতে এবং শ্রেণী কক্ষে পড়াশোনার কাজে ব্যবহার করা হয়।
যখন অ্যামপ্লিফায়ার থেকে বৈদ্যুতিক সংকেত বা তরঙ্গ এসে লাউড স্পিকারের কয়েলে প্রবেশ করে তখন কয়েলে তড়িৎ আবেশের ফলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। লাউড স্পিকারের স্থায়ী চুম্বক ও কয়েলের চৌম্বক ক্ষেত্রের ক্রিয়ায় কয়েলটি কাঁপতে থাকে। কয়েলটি একটি পর্দার সাথে যুক্ত থাকে। ফলে পর্দাটিও কয়েলের সাথে কাঁপতে থাকে এবং এর সামনের বাতাসও কাঁপতে থাকে। ফলে শব্দ উৎপন্ন হয়।

Post a Comment

Previous Post Next Post