ছোটদের গরুর রচনা প্রশ্ন যদি না পারো দেখে নাও আমাদের এই Post থেকে। খোজে নাও ছোটদের গরুর রচনা এর উত্তর।
ছোটদের গরুর রচনা
আমরা হয়ত অনেকে ছোটদের গরুর রচনা জনার চেষ্টা করছি। তাদের জন্য আমাদের ছোটদের গরুর রচনা নিয়ে এই বিশেষ পোস্ট।
ছোটদের গরুর রচনা প্রশ্ন student দের খুব important। তাই আমরা এসব বিষয় নিয়ে সব জানবো।
ছোটদের গরুর রচনা নিয়ে কিছু কথা
গরু একটি চার পা বিশিষ্ট গৃহপালিত পশু। গরু একটি শান্তশিষ্ট এবং নিরীহ প্রাণী। পৃথিবীতে সাদা, কাল, লাল বিভিন্ন রঙের গরু পাওয়া যায়। ঘাস খড় গাছের পাতা ইত্যাদি গরুর প্রধান খাদ্য। গরু মানুষের বিভিন্ন কাজে আসে। গরুর দুধ অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। গরু সাহায্যে আমরা আমাদের জমি চাষ, মালপত্র পরিবহণ ইত্যাদি করে থাকি। গরুর দুই চোখ, দুই কান, দুই শিং,একটি দীর্ঘ মাথা এবং পিছনে একটি লেজ থাকে। গরুর সমস্ত শরীর ছোট এবং ঘন লোমে আবৃত থাকে। 10. আমাদের সবাইকে গরুর প্রতি সদয় ও যত্নশীল হওয়া দরকার ।
Post a Comment