কাঠ বাদাম ও মধুর উপকারিতা যদি না পারো দেখে নাও আমাদের এই Post থেকে। খোজে নাও কাঠ মধু ও বাদামের  উপকারিতা এর উত্তর।

 

কাঠ বাদাম ও মধুর উপকারিতা

 আমরা হয়ত অনেকে কাঠ বাদাম ও মধুর উপকারিতা কাকে বলে জনার চেষ্টা করছি। তাদের জন্য আমাদের কাঠ বাদাম ও মধুর উপকারিতা নিয়ে এই বিশেষ পোস্ট।


মধু ও বাদামের উপকারিতা প্রশ্ন খুব important। তাই আমরা এসব বিষয় নিয়ে সব জানবো।



কাঠ বাদাম ও মধুর উপকারিতা নিয়ে কিছু কথা

 

মধু বা Honey এর  সাথে বিভিন্ন প্রকার বাদাম এর সুসমন্বয়ে তৈরি করা হয় আমাদের প্রিয় মধুময় বাদাম।

এতে রয়েছে অনেক বিস্ময়কর পুষ্টি গুণে ভরা।কাজু বাদাম,ইরানি আখরোট,মধু, চিনা বাদাম,কিসমিস, পেস্তাবাদাম,  ও কাঠ বাদাম। () 

এর আকর্ষণীয় পুষ্টিগুণের উপস্থাপনা। কাঠবাদাম অত্যন্ত সস্তা ও পরিচিত  ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন  'ই',বি'।

'ডি' এবং উপকারী ফ্যাট। গুনাগুন দিক থেকে বিবেচনা করলে এটাকে বলা যায় যে সুপার ফুড।(কাঠ বাদাম ও মধুর উপকারিতা)


কাঠ বাদাম ও মধুর  উপকারিতা :

  •  দ্রুত ওজন কমতে সাহায্য করে।
  •  চুল পড়া কমাতে সাহায্য করে।
  •  স্মৃতিশক্তি প্রখর বা বাড়াতে সাহায্য করে।
  •  ত্বক সুন্দর ও উজ্জল করে।

Post a Comment

Previous Post Next Post