আমরা হয়ত অনেকে স্থিতিশক্তি কাকে বলে কাকে বলে জনার চেষ্টা করছি। তাদের জন্য আমাদের স্থিতিশক্তি কাকে বলে নিয়ে এই বিশেষ পোস্ট।

 

স্থিতিশক্তি কাকে বলে

 অবস্থান পরিবর্তন  বা স্বাভাবিক অবস্থা করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে। কোন একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ হতে টেবিলের উপর উঠালে বস্তুর উপর অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। এ কাজ বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকে।(স্থিতিশক্তি কাকে বলে)


স্থিতিশক্তি কি


বস্তুর অবস্থানের পরিবর্তন করলে কাজ করার যে ক্ষমতা তৈরী হয় তাই স্থিতিশক্তি।(স্থিতিশক্তি কি)

Post a Comment

Previous Post Next Post