নিরাপদ সড়ক রচনা হলো একটা গুরুত্বপূর্ণ রচনা। এটি একটি খুব সংক্ষিপ্ত এবং সহজ অনুচ্ছেদ রচনা। আমি মনে করি আপনি এটা আপনার জন্য পছন্দ করবেন। এই অনুচ্ছেদ রচনা মাত্র কিছু শব্দের। সমস্ত শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা এটি পড়তে এবং মনে রাখতে পারবে।
উক্ত রচনা পড়ে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাই নিরাপদ সড়ক অনুচ্ছেদ রচনা সম্পৃর্ণ পড়ার চেষ্টা করবে।
নিরাপদ সড়ক রচনা
সড়ক ও যান উভয়ই মানুষের সৃষ্ট। মানুষ নিজের প্রয়ােজনেই এগুলাে তৈরি করেছে। সড়ক হলাে যানবাহন চলাচলের স্থান। যানবাহনের পাশাপাশি মানুষকেও সড়ক ব্যবহার করতে হয়। মানুষ ও যানবাহনের চলাচলে নিয়ন্ত্রণে সমন্বয় হারালেই সৃষ্টি হয় দুর্ঘটনা। তবে অধিকাংশ সমীক্ষায় উঠে এসেছে, চালকের অসাবধানতাই সড়ক দুর্ঘটনার মূল কারণ | পেশাদারিত্বের অভাব, প্রতিযােগিতামূলক মনােভাব, গাড়ি চালানাের সময় ফোনে কথা বলা, অতিরিক্ত যাত্রী বােঝাই ফিটনেসবিহীন গাড়ি, জরাজীর্ণ। রাস্তা প্রভৃতি সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষ কারণ প্রতিবছর সড়ক দুর্ঘটনার হার বেড়েই চলেছে। সড়ক দুর্ঘটনার ফলশ্রুতিতে আমাদের সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হচেছ।
আমাদের সড়কগুলাতে স্বাভাবিক চলাচল নিরাপদ নয়। সুস্থ অবস্থায় বাড়ি ফেরা নিয়ে পরিবারের। সকলের উৎকণ্ঠার শেষ নেই। দেশব্যাপী সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রাষ্ট্র ও সাধারণ জনগণের নড়েছে। তাই পথচারী হতে চালক সকলের কথা বিবেচনায় রেখে সতি। পাস হয়েছে নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮ এ আইনে সড়ক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য করা হয়েছে কঠোর জরিমানার বির। এক্ষেত্রে ডাইভারদের যেমন সচেতন হতে হবে তেমনি পথচারীদের । হতে হবে। ফুটওভার ব্রিজ, জেব্রাক্রসিং ব্যবহার করার ক্ষেত্রে সতে হবে। সামান্য সচেতনতা, পূর্বপ্রস্তুতি ও প্রতিরােধ পারে আমাদের হাত থেকে বাচাতে উভয়পক্ষের প্রচেষ্টাই পারে নিরাপদ সড়ক করতে।(নিরাপদ সড়ক রচনা)
নিরাপদ সড়ক বলতে কি বুঝায়
অনুচ্ছেদ রচনা:
Post a Comment