প্রমিত বাংলার ব্যবহার   রচনা হলো একটা গুরুত্বপূর্ণ রচনা । এটি একটি খুব সংক্ষিপ্ত এবং সহজ অনুচ্ছেদ রচনা। আমি মনে করি আপনি এটা আপনার জন্য পছন্দ করবেন। এই অনুচ্ছেদ রচনা মাত্র কিছু শব্দের। সমস্ত শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা এটি পড়তে এবং মনে রাখতে পারবে।


উক্ত রচনা পড়ে তোমরা অনেক কিছু ‍শিখতে পারবে। তাই প্রমিত বাংলার ব্যবহার  অনুচ্ছেদ রচনা সম্পৃর্ণ পড়ার চেষ্টা করবে।

 



প্রমিত বাংলার ব্যবহার


শিক্ষিত সমাজে সুধীজন ও গণমাধ্যম কর্তৃক ব্যবহৃত মােখিক ভাষাকে প্রমিত ভাষা বলে মলত অলিক ভাষার তারতম্যের ফলে একটি মান ভাষায় নির্দিষ্ট ভাষায় লেখার মধ্যে যােগাযােগ স্থাপন করা হয়। এর ফলে ভাষার দুর্বোধ্যত ও জটিলতা থেকে রেহাই পাওয়া যায়। ভাষার এই মান বা আদরপকেই প্রতি ভাষা বলে এদেশের নানা অরে মানুষের মৌখিক ভাষা নানার এক অলের মানুষের মুখের ভাষার সাথে অন্য অঙ্গলের মানুষের মুখের ভাষায় বিস্তর পার্থক্য পরিলক্ষিত হয়। এছাড়া বর্তমান সময়ে স্যাটেলাইটণমাধ্যমের অবাধ অকরণের ফলে। বিদেশি সংস্কৃতির প্রভাবেও সাধারণ মানুষের ভাষা পরিবর্তিত হবে। বিশেষ করে ইংরেজি মিশ্রিত বাংলার ভল ব্যবহার যত্রতত্র লকণায় তার। এমন অসংগতি দুর করার লক্ষ্যেই প্রমিত বাংলার ব্যবহার করা উচিত। কেননা ভাষায় এভাবে জগাখিচুড়ি শক যােগ হলে ভাষার মায়ের। ভাষাবিদগণ তাই ভাষার শুদ্ধ প্রয়ােগের ওপর বেশি জোর দিনে উচ্চারণে ভাষা ব্যবহারের ফলেই কেবল ভাষার তরে সব তাই প্রমিত বাংলা ব্যবহারে সবাইকে ভালো হতো । জন্য ভাষাশহিদেরা প্রাণ দিয়েছেন সেই ভাষার সাতটি সময়ের দাবি।


অনুচ্ছেদ রচনা:

Post a Comment

Previous Post Next Post