ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম এক অনুভূতির নাম। 
আমরা কিছু মানুষ আছি যারা কি-না নিজে ভালো থাকবো বলে ভালোবাসা নামক শুদ্ধতম এই অনুভূতিটাকে আকড়ে ধরে রাখি। আবার কেউ কেউ থাকে যারা এক সম্পর্ক রেখে আরেক সম্পর্কে সুখ খুঁজে বেড়ানোর মাধ্যমে ভালোবাসা নামক শুদ্ধতম অনুভূতিকে অশুদ্ধতায় ভরপুর করে দেয়। 

নতুন করে সম্পর্কে জড়ানো দোষের কিছু না। দোষের হলো- 
যখন আপনি একটা সম্পর্কে থেকেই অন্য আরেকটা সম্পর্কে ঢুকে গিয়ে মিথ্যে দিয়ে একই সঙ্গে দুইটা সম্পর্ককেই টেনে নিয়ে যাবেন। একটা সময় যেই মানুষটাকে আপনি প্রচন্ডভাবে ভালোবাসতেন, সেই মানুষটার সাথে কিছুটা সময় অতিবাহিত করার পর আপনি এটা ফিল করলেন যে,
আপনি তার সাথে সারাজীবন থাকতে পারবেন না। তার অনেক ভালো লাগায় আপনার খারাপ লাগা বাস করে৷ 
এক কথায় বলতে গেলে সময়ের পরিক্রমায় আপনি আর এখন তার সাথে মানিয়ে নিতে পারছেন না। 

আপনি তখন তাকে সোজাসাপ্টা ভাবে বলে দিন, আপনি আর তার সাথে থাকতে পারবেন না। সেটা না করে কেনো আপনি তাকে অপশন হিসেবে রেখে দিয়ে অন্য আরেকটা সম্পর্কে ঢুকে যাবেন? এটা শুধু দোষ না, এটা একধরনের অপরাধও। আপনি যাকে অপশন হিসেবে রেখে দিয়ে 
তৃতীয় সম্পর্কের মাঝে সুখ খুঁজে বেড়াচ্ছেন, সেই অপশনাল মানুষটা হয়তো আপনাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন বুনে যাচ্ছে। 
তার সে ভালোবাসা হয়তো আপনার মত মিথ্যে দিয়ে বুনা ছিল না...

so যেই মানুষটা আপনাকে সত্যি সত্যিই ভালোবাসে, তাকে এভাবে না ঠকিয়ে, তার কাছে গিয়ে সত্যিটা বলে দিন- "আপনি আর তাকে ভালোবাসতে পারবেন না, আপনি অন্য আরেক নতুন মায়ায় জড়িয়ে ফেলেছেন নিজেকে"! হ্যাঁ প্রথম অবস্থায় হয়তো তার এটা মেনে নিতে কষ্ট হবে, খুব কষ্ট হবে। কিন্তু একটা সময়ের পর ঠিকি সে আপনাকে হারনোর কষ্ট ভুলে যাবে। কারণ; এই নশ্বরে কোন কষ্টই চিরস্থায়ী না। 

কিন্তু আপনি যদি তখনও তাকে সত্যিটা না বলে দিনের পর দিন তার সাথে ভালোবাসার অভিনয় করে যান,টাইমপাসের মত নোংরা খেলা খেলে যান, সে যেদিন এই সত্যিটা জানাতে পারবে, সেদিন হয়তো সে এই অসুন্দর সত্যিটা মেনে নাও নিতে পারে। আর মেনে নিতে না পারার কারণে সে যদি কোন ভুল করে ফেলে, ঠকে গিয়ে নিজেকে শেষ করে ফেলার মত বাঝে সিদ্ধান্ত নেয়, তখন আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন তো?

Post a Comment

Previous Post Next Post