এক নিশির কল্পনা কিংবা আবেগের বশে প্রেমে পরা নয়।
দীর্ঘ ছয় মাস ধরে অনুভব করে যাচ্ছি আপনাকে বারবার মনে হয়েছিল আপনাকে ভালোবাসি বলেই ফেলি আবার কোন না কোনো কারণে ভালোবাসিটা বলা হয়ে ওঠেনি।
এখন বলছি আপনাকে আমি সত্যিই ভালবাসি♥️
বিশ্বাস করা না করা টা আপনার একান্ত নিজের ব্যাপার ভালোবাসাটা যেহেতু আবেগ কিংবা মোহের নয় তাই আপনি ভাল না বাসলেও আমার ভালোবাসাটা আপনার জন্যেই থেকে যাবে।
আপনাকে পছন্দ করা অন্য অনেকের মধ্যে আমি একজন।
সাধ্য নেই জোর করার।
যদি সত্যি সত্যি ভালবাসতে পারেন তবে ভালোবাসি বলবেন যদি সত্যি সত্যি ভালোবাসতে না পারেন তাহলে কখনোই ভালোবাসি বলবেন না ।
আপনার কাছে আমার এইটুকু প্রত্যাশা।
আপনার জীবন আরো অনেক সুন্দর হোক আরো অজস্র মানুষের পছন্দের মানুষ হন! আপনি দোয়া করি।

Post a Comment