ওহে প্রিয় আলো
তোমায় ছাড়া যাচ্ছেনা দিন
সময় আমার ভালো!
তাইতো বলেছি তোমায় হ্যালো!
অভিমান ভুলে কিছুতো
একটা আমায় বল,,,,,
চুপ করে দূরে সরে কেন ?
হৃদয়ে মোর দহন জ্বালো?,,,,
ওহে প্রিয় আলো যাচ্ছে না
দিন ভালো জলদি করে হৃদয়ে
মোর প্রেমের আলো জ্বালো।
আমি না হয় অন্ধকার আর
তুমি না হয় আলো
আমার মাঝে তোমার মাঝে
প্রেমের প্রদীপ জ্বালো।

Post a Comment